Logo

রাজনীতি    >>   ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো পৌঁছেছেন

ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো পৌঁছেছেন

ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো পৌঁছেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন অধ্যাপক ইউনূস।

ডি-৮ শীর্ষ সম্মেলনে অধ্যাপক ইউনূস ছাড়াও অংশ নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

ডি-৮ (ডেভেলপিং-৮) অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বাড়াতে কাজ করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমিিক'।

সফরকালে অধ্যাপক ইউনূস মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই ভাষণ দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব। গত ১২ নভেম্বর আজারবাইজানের বাকুতে এই আমন্ত্রণ জানানো হয়।

ডি-৮ সম্মেলনের পাশাপাশি অধ্যাপক ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

অধ্যাপক ইউনূস গতকাল মঙ্গলবার রাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডি-৮ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাঁর বিশেষ ভাষণ দেবেন, যা মিশরীয়দের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে।

গ্র্যান্ড ইমামের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আন্তঃধর্মীয় সহযোগিতার উপরও গুরুত্বারোপ করার ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক ইউনূস। একইসঙ্গে ডি-৮ সম্মেলনের ফাঁকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert